নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আগ্নেয়াস্ত্র সহ ধৃত বাংলাদেশি যুবক লিঙ্কন হোসেনের বাবা-মায়ের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করল এসটিএফ কর্তৃপক্ষ। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে মামলা রুজু করেছে পুলিস। জানা গিয়েছে, গত মে মাসে লিঙ্কনকে এয়ারপোর্ট থানা এলাকা থেকে তিনটি পিস্তল এবং ১৪ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করেছিল এসটিএফ। পরে আরও একটি পিস্তল উদ্ধার হয়। তার বাবা-মা সহ পরিবারের সদস্যরা এয়ারপোর্ট থানা এলাকায় বর্তমানে থাকেন। ভুয়ো ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে তাঁরা এখানে থাকছেন বলে অভিযোগ। সেই তথ্য হাতে আসার পর তার বাবা-মা সহ গোটা পরিবারে বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে এসটিএফ।