সিআইএসএফের সংখ্যা বাড়বে আরও ৫৮ হাজার, সিলমোহর স্বরাষ্ট্র মন্ত্রকের
বর্তমান | ২২ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের মানুষকে সুরক্ষিত রাখতে সিআইএসএফ কর্মীর সংখ্যা বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই বাহিনীকে ১ লক্ষ ৬২ হাজার থেকে বাড়িয়ে ২ লক্ষ ২০ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিআইএসএফের সংখ্যা বৃদ্ধির ফলে বন্দর এলাকা, বিমানবন্দর, জম্মু-কাশ্মীর, তাপবিদ্যুৎ ও পারমাণবিক প্রকল্প, জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা যাবে। পাশাপাশি এর ফলে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে আধিকারিকদের মত। গুরুত্বপূর্ণ হল, এই পরিসরে সিআইএসএফে মহিলাদের অংশগ্রহণ বাড়তে পারে।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী পাঁচ বছর ধরে প্রতি বছর ১৪ হাজার নিয়োগ করা হবে। ২০২৪ সালে ১৩,২০০ জনকে নিয়োগ করা হয়েছে। ২০২৫ সালে নিয়োগ হয়েছেন ২৪,০৯৮ জন। গত এক বছরে সিআইএসএফ নিরাপত্তার আওতায় আনা হয়েছে সাতটি নতুন ইউনিট। তারমধ্যে রয়েছে সংসদ ভবন, অযোধ্যা বিমানবন্দর, হাজারিবাগ এনটিপিসি কয়লা খনি প্রকল্প, পুনের আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি, বক্সার থার্মাল পাওয়ার প্রজেক্ট, জওহর থার্মাল পাওয়ার প্রজেক্ট, বিস সাটলাজ লিঙ্ক প্রজেক্ট। এছাড়াও আরও দু’টি নতুন ইউনিট সিআইএসএফের ফায়ার উইং-এ যুক্ত হয়েছে।
অন্যদিকে দেশের মানুষকে সুরক্ষিত রাখা ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় বাহিনীর ৩২ জন অফিসার পেলেন পদক। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই পদক প্রদান করা হয়। বিশিষ্ট সেবামূলক কাজের জন্য রাষ্ট্রপতি পুলিস পদক পেয়েছেন তিনজন। মেধাবী সেবার জন্য পুলিস পদক পেয়েছেন ২৩ জন। বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির অগ্নিনির্বাপণ পরিষেবা পদক পেয়েছেন তিনজন।