নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ডিজিটাল দুনিয়ায় পড়ুয়াদের বই পড়ার অভ্যাস ক্রমশ কমছে। মোবাইল কিংবা অনলাইন বিনোদন দেখতে কিংবা গেম খেলতে পড়ুয়ারা বেশি আসক্ত হয়ে পড়ছে। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা দিনের অধিকাংশ সময় কাটান মোবাইল ‘স্ক্রল’ করে। এমন অবস্থায় বইয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে কাঁকিনাড়ার ফিঙাপাড়া গার্লস হাই স্কুলে আয়োজিত হল ‘বইমন মেলা’। একটি সংস্থার উদ্যোগে আয়োজিত এই মেলায় ছাত্রীদের জন্য একটি বুক কর্নারও তৈরি করে দেওয়া হয়েছে। স্কুল পাঠ্য ছাড়াও যাতে শিক্ষার্থীরা বই পড়ার ক্ষেত্রে আগ্রহী হয়, সেদিকে নজর রেখেই স্কুলে বুক কর্নার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশ্ববর্তী স্কুলের শিক্ষার্থীরাও এই বইমন মেলায় এসেছিল।
ওই অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা রুমা সাহা। হাজির ছিলেন আয়োজক সংস্থার তরফে সুজাতা দত্ত ও নুপূর গুপ্তা প্রমুখ। স্কুলের কন্যাশ্রী প্রকল্পের নোডাল শিক্ষিকা শ্রীলা ভট্টাচার্য বলেন, দিন যত এগচ্ছে, পড়ুয়ারা ততই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এই নেশা থেকে নতুন প্রজন্মকে সরাতেই হবে।