ছাত্রীকে মারধরের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ
বর্তমান | ২২ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে স্কুল চত্বরে জমায়েত করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
বাসন্তী থানার মোকামবেড়িয়া প্রাথমিক স্কুলের আক্রান্ত ছাত্রীর অভিভাবকের অভিযোগ, প্রধান শিক্ষক রতনচন্দ্র বর্মন মেয়েকে বেধড়ক মারধর করেছেন। তাতে ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু তখন তাকে চিকিৎসা করানোর বদলে ক্লাসেই ফেলে রাখা হয়। এই ঘটনা যাতে কোনও পড়ুয়া না বলে, সেজন্য তাদের শাসানোও হয়। বাড়ি গিয়ে ছাত্রীটি তাদের মা বাবাকে ঘটনাটি জানায়। এরপরই এদিন সকালে স্কুলে এসে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুল চত্বরে উত্তেজনা থাকায় প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিস। পরে এই ঘটনার জন্য ক্ষমা চান রতনবাবু। তিনি বলেন, রাগের মাথায় তিনি গায়ে তুলেছিলেন। এটা ঠিক হয়নি।