• বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃত
    বর্তমান | ২২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে দিনের পর দিন সহবাসের অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। ধৃতের নাম সুব্রত মণ্ডল। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তাঁকে ধরেছে নরেন্দ্রপুর থানার পুলিস। সূত্রের খবর, গড়িয়ার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে কর্মসূত্রে আলাপ হয়েছিল সুব্রতর। ধীরে ধীরে দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পুলিসের দাবি, সম্পর্কের সূত্রে অভিযুক্ত একাধিকবার ওই যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। শুরু থেকেই সুব্রত বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁর অন্যত্র বিয়ের কথাবার্তা চলছে বলে জানতে পারেন অভিযোগকারিণী।
  • Link to this news (বর্তমান)