• নামখানা বনদপ্তরের সামনে বিক্ষোভ ক্ষুদ্র মৎস্যজীবীদের
    বর্তমান | ২২ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: বৃষ্টিকে উপেক্ষা করে নামখানা বনদপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন প্রান্তিক ও ক্ষুদ্র মৎস্যজীবীরা। বৃহস্পতিবার সকাল দশটা থেকে প্রায় ২০০ জন মৎস্যজীবী বনদপ্তরের ওই অফিসের সামনে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ চলে প্রায় দু’ঘণ্টা ধরে। জানা গিয়েছে, এই এলাকার বহু মানুষ নদীতে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। তাঁরা ছোট নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গেলে এখন বনদপ্তরের কর্মীরা তাঁদের উপর অত্যাচার করছেন। তাঁদের জাল ও মাছ ধরার বিভিন্ন সামগ্রী কেড়ে নেওয়া হচ্ছে। তাই তাঁরা এদিন বনদপ্তরের সামনে বিক্ষোভে শামিল হন। এবিষয়ে সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিস ওয়ার্কার্স ইউনিয়নের (নামখানা) সম্পাদক মোজাম্মেল খান বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার ক্ষুদ্র মৎস্যজীবীরা নদীতে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। অতীতে যে সব জায়গায় গিয়ে তাঁরা মাছ ও কাঁকড়া ধরতেন, সেইসব এলাকাগুলিকে এখন সংরক্ষিত বা ‘কোর’ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই সুন্দরবনের ওইসব ‘কোর’ এলাকায় গিয়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু ওইসব এলাকায় না গিয়ে ক্ষুদ্র মৎস্যজীবীরা জীবিকা নির্বাহ করতেও পারবেন না। তাই এদিন এনিয়ে ক্ষুদ্র মৎস্যজীবীদের পক্ষ থেকে নামখানা বনদপ্তরের রেঞ্জারকে ডেপুটেশন দেওয়া হয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)