অশোকনগরে তিন পৃথক চুরির কিনারা, গ্রেপ্তার ৬, উদ্ধার চার লক্ষ টাকার গয়না
বর্তমান | ২২ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগর থানা এলাকায় তিনটি পৃথক চুরির কিনারা করল পুলিস। উদ্ধার হয়েছে প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না। পুলিস জানিয়েছে, ধৃতরা হল অমিত বিশ্বাস, নাজিমুল মণ্ডল, আবেদ আলি মণ্ডল, সুফল ঘোষ, আশরাফুল মণ্ডল ও সঞ্জিত হাজরা। ধৃতদের পুলিস হেফাজতে রাখা হয়েছে।
অশোকনগরের বিভিন্ন জায়গায় মাস তিনেক ধরে একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। অভিযোগ হলেও তৎক্ষণাৎ ঘটনাগুলির কিনারা করতে পারেনি পুলিস। অবশেষে কিছুটা দেরিতে হলেও গোটা গ্যাংকে ধরল তারা। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি সোনার হার, ১২টি সোনার আংটি, পাঁচ জোড়া কানের দুল, নথ ছ’টি ও একটি সোনার নোয়া। আইন মেনে সেই সামগ্রী মালিকদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এই গ্যাংয়ের চার সদস্য এলাকা ঘুরে ঘুরে রেকি করতেন। পরে ফাঁকা বাড়িতে চুরি ও ফাঁকা জায়গায় ছিনতাই করতেন। তারপর সেই হাতানো সোনার গয়না বিক্রি করতেন দেগঙ্গার নাজিমুল ও আবেদকে। প্রথমে গ্রেপ্তার হওয়া অমিতকে জেরা করে এইসব তথ্য মিলেছে। এনিয়ে হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস বলেন, ধৃতদের জেরা করে আর কেউ জড়িত কি না, জানার চেষ্টা করা হচ্ছে।-নিজস্ব চিত্র