নিজস্ব প্রতিনিধি কলকাতা: ইস্টবেঙ্গল সমর্থককে রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বাইপাস লাগোয়া কাদাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছিল ডুরান্ড ডার্বির পর। অভিযোগ, খেলা শেষে এক লাল-হলুদ সমর্থক বাইকে চেপে দক্ষিণেশ্বরের বাড়িতে ফিরছিলেন। কাদাপাড়া এলাকায় বেশ কিছু মোহন বাগান সমর্থক তাঁর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেন। এরপর তাঁকে ধাওয়া করে রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাঁর বন্ধুরা গোটা ঘটনাটি ভিডিও করেন। সেটি ফেসবুকে ভাইরাল হওয়ায় নজরে আসে পুলিসের। এরপর ওই ইস্ট বেঙ্গল সমর্থককে ডেকে গোটা ঘটনার বিবরণ নেয় পুলিস। জমা পড়ে অভিযোগপত্র। কেস রুজুর পর তদন্ত শুরু হয়েছে।