• শহরে প্রধানমন্ত্রীর সভার দিনই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর
    এই সময় | ২২ আগস্ট ২০২৫
  • এই সময়: আজ শহরে প্রধানমন্ত্রীর জনসভা এবং একই সঙ্গে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধন এবং গ্রিন লাইন ও অরেঞ্জ লাইনের সম্প্রসারণ হবে। সেই অনুষ্ঠানের রং ফিকে করে দিতে পারে প্রবল বৃষ্টি। বৃহস্পতিবার বিকেলে আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, শুক্রবার দুপুর আড়াইটে পর্যন্ত সময়সীমার মধ্যে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সাত থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির অর্থাৎ ‘ভারী বৃষ্টি’–র সম্ভাবনা খুব বেশি। এর মধ্যে কলকাতার কোনও কোনও জায়গায় ঘণ্টায় দু’–তিন সেন্টিমিটার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রবল বৃষ্টির প্রভাব পরবর্তী দু’তিন ঘণ্টা থাকতে পারে।

    জুলাই জুড়ে প্রবল বৃষ্টিপাত হলেও অগস্টের প্রথম সপ্তাহ কাটার পরেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা দেয়। অনেকটাই কমে যায় বৃষ্টির ধারা। কিন্তু মাসের শেষ সপ্তাহে এসে ফের দক্ষিণবঙ্গে সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু। হাওয়া অফিস জানিয়েছে, ওডিশার উত্তর দিকে এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর মাটি থেকে প্রায় ছ’কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

    এ ছাড়া জয়সলমির, কোটা, দাতিয়া, সিধি, রাঁচি, বাঁকুড়া এবং দিঘা হয়ে একটি মৌসুমি অক্ষরেখা দক্ষিণ–পূর্ব দিকে এগিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ভূপৃষ্ট থেকে এই অক্ষরেখাটি মাত্র দেড় কিলোমিটার উপরে অবস্থান করছে। একসঙ্গে এই দুই আবহাওয়াগত পরিস্থিতির জন্য দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

    সামনের কয়েকটা দিন দক্ষিণবঙ্গের কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, এ বিষয়েও হাওয়া অফিসের পূর্বাভাস দিয়েছে। জানানো হয়েছে, শুক্রবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা খুব বেশি। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এছাড়াও এ দিন দক্ষিণবঙ্গে বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির কথা বলা হয়েছে। রবিবারও কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

  • Link to this news (এই সময়)