• কলকাতায় মোদী, সুপ্রিম কোর্টে পথকুকুর সংক্রান্ত মামলায় রায়দান, শুক্রে কোন বড় খবরে নজর?
    এই সময় | ২২ আগস্ট ২০২৫
  • শুক্রবার শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি যোগ দেবেন বিজেপির কর্মসূচিতেও। এ দিনের প্রশাসনিক সভা থেকেই উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত তিন মেট্রো করিডরের। উদ্বোধন হবে শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট (২.৪৫ কিলোমিটার), নোয়াপাড়া-জয় হিন্দ (কলকাতা বিমানবন্দর) রুট (৬.৭৭ কিলোমিটার) এবং হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা রুট (৪.৩৯ কিলোমিটার)।

    পথকুকুর ধরা এবং তাদের শেল্টারে পাঠানোর বিষয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। পথকুকুরদের নিয়ে আন্দোলনে নেমেছে একাধিক পশুপ্রেমী সংগঠন। শুক্রবার এই মামলায় রায়দান করবে সুপ্রিম কোর্ট।

    বাতিল লাস্ট মেট্রো। শুধু একদিন দিনের শেষ মেট্রো চলবে না বলে জানিয়ে দিলেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার ব্লু লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুটের শেষ মেট্রোটি চলবে না। এই শেষ মেট্রো অবশ্য দমদম পর্যন্ত যায়।

    শুক্রবার কৌশিকী অমাবস্যা। এই পুণ্য তিথিতে তারাপীঠে পুজো দিতে ভিড় করবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। নজর থাকবে সেখানেও।

    ডুরান্ড কাপ ফাইনালের আগে প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠক রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। দুপুর সাড়ে তিনটে থেকে সাংবাদিক বৈঠক করবে যথাক্রমে ডায়মন্ড হারবার এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। অন্য দিকে কলকাতা লিগে জোড়া ম্যাচ। নৈহাটিতে নামছে শ্রীভূমি ও ইউনাইটেড স্পোর্টস। ব্যারাকপুরে নামছে মহামেডান, প্রতিপক্ষ ভবানীপুর। দুটো ম্যাচই শুরু দুপুর তিনটে থেকে।

  • Link to this news (এই সময়)