• Breaking News LIVE: অসুস্থ মুকেশ আম্বানির মা, ভর্তি হাসপাতালে
    এই সময় | ২২ আগস্ট ২০২৫
  • গুরুতর অসুস্থ মুকেশ আম্বানির মা কোকিলাবেন আম্বানি। শুক্রবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর।

    জনপ্রিয় পাঞ্জাবি কমেডিয়ান এবং অভিনেতা জসবিন্দর ভাল্লা প্রয়াত। শুক্রবার সকালে ভোররাতে মোহালির ফর্টিস হাসপাতালে জীবনাবসান। বয়স হয়েছিল ৬৫।

    ফের সহপাঠীর হাতে ছুরিকাহত এক পড়ুয়া। এই বারও ঘটনাস্থল গুজরাট। সেখানকার বালাসিনর শহরের বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্র বৃহস্পতিবার তারই সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১৯ অগস্ট আমেদাবাদের বেসরকারি স্কুলের ক্লাস টেনের এক পড়ুয়াকে ছুরি চালিয়ে খুন করে ওই স্কুলেরই ক্লাস নাইনের এক ছাত্র। তার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনা। সূত্রের খবর, বালাসিনরের ওই বেসরকারি স্কুলের ক্লাস এইটের দুই ছাত্রের মধ্যে বৃহস্পতিবার ছুটির পরে বচসা বাধে। আচমকাই এক ছাত্র ছুরি বের করে চালিয়ে দেয় তার সহপাঠীর তলপেটে ও হাতে। গুরুতর জখম ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, আক্রান্ত ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কিন্তু কী কারণে বচসা, তা এখনও জানা যায়নি।

    কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ঝুলন্ত অবস্থায় হোস্টেলে দেহ উদ্ধার। নাম অন্বেষা ধর। বাড়ি সম্ভবত দুর্গাপুরে।

    শুক্রবারও দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি। এদিন দ্বারকা সেক্টর-৭-এর একটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে বলে খবর। তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড। এই নিয়ে পর পর চারদিন ঘটল এমন ঘটনা।

    জোরালো কম্পনে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮। দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত এবং অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত ড্রেক প্যাসেজে অনুভূত হয়েছে এই কম্পন। চিলিতে জারি সুনামি সতর্কতা।

    বিগবস খ্যাত এলভিস যাদবের বাড়িতে গুলি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।

    মাটিগাড়া-২ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দলেরই পঞ্চায়েত সদস্যরা অনাস্থা প্রস্তাব আনলেন। বৃহস্পতিবার বিকেলে দলের ১৩ জন সদস্য মাটিগাড়া ব্লক অফিসে গিয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থার চিঠি দেন। ঘটনায় একাধিক তৃণমূল সদস্য প্রকাশ্যে প্রধানের বিরুদ্ধে মন্তব্য করেছেন।

  • Link to this news (এই সময়)