আর ২ ঘণ্টা, এই জেলাগুলি ভাসবে প্রবল বৃষ্টিতে, কমলা সতর্কতা একাধিক জেলায়, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
আজকাল | ২২ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগস্ট মাসের শেষলগ্নেও দুর্যোগের ঘনঘটা বাংলায়। একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবারও ঘূর্ণাবর্তের জেরে অশনি সংকেত। রোদের দেখা মিলবে না টানা কয়েকদিন! মৎস্যজীবীদের জন্যেও নিষেধাজ্ঞা করল আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির চরম সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার বেলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বেলা ১২টার পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরছে সক্রিয়ভাবে। এর প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। সমুদ্র উত্তাল থাকবে। এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
আগামিকাল, শুক্রবার নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী সোমবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই আজ ও আগামিকাল, শুক্রবার হলুদ সর্তকতা জারি রয়েছে। শুক্রবার শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার ও রবিবার মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।