• নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, সকাল থেকে তুমুল বৃষ্টি, রাজ্যের ১১ জেলায় বিরাট দুর্যোগের বড় আপডেট...
    আজকাল | ২২ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভাদ্র। ভ্যাপসা গরম নেই তেমনটা নয়। কিন্তুই ভাদ্রের আবহাওয়া এখনও বোঝা যাচ্ছে না। শরতের মেঘ একদিন উঁকি দিলে, দশদিন আকাশ কালো। থেকে থেকে বৃষ্টি। বৃষ্টি কখনও টানা দিনভর। বৃহস্পতিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চরম দুর্যোগের পরিস্থিতি ছিল। টানা বৃষ্টিতে গ্রাম-শহর, দিকে দিকে চরম ভোগান্তি।

     বর্ষা পেরিয়ে গেলেও, দুর্যোগ কাটছেই না বাংলার। কারণ হিসেবে হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের জেরে এখন সেই অবস্থা রাজ্যের। বুধবার রাত থেকে যে বিক্ষিপ্ত বৃষ্টির শুরু হয়েছে, বৃহস্পতি পেরিয়ে শুক্রবারেও অবস্থা তাই। শুক্রবার সকাল থেকে খাস কলকাতার আকাশ কালো। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে প্রবল দুর্যোগ। তুমুল বৃষ্টি। 

    হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দিনভর কলকাতার আকাশ থাকবে মেঘলা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি। তাও স্বাভাবিকের চেয়ে বেশকিছুটা কম। শহরে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

    হাওয়া অফিসের আপডেট অনুযারে, শুক্রবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের ১১ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মৌসম ভবনের আপডেট অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা। বৃষ্টির জেরে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা। অন্যদিকে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। 

    অন্যদিকে, শুক্রবার দুর্যোগের আবহাওয়া উত্তরের জেলায় জেলায়। মালদা, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দিনভর। ওই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের সব জেলায় শুক্রবার হলুদ সতর্কতা জারি। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। 

    শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। রবিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ছে। বর্তমানে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার সকালে ওড়িশার গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করেছে সেটি। ক্রমেই আবার এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ এবং আগামী শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  
  • Link to this news (আজকাল)