কোচবিহারে কলেজ হস্টেলে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু
দৈনিক স্টেটসম্যান | ২২ আগস্ট ২০২৫
ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল।কোচবিহারের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। কলেজের হস্টেল থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তরুণী। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতের পরিবার ও সহপাঠীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম অন্বেষা ঘোষ। বর্ধমানের বাসিন্দা তিনি। সম্প্রতি ছুটিতে বাড়ি গিয়েছিলেন অন্বেষা। রবিবার তিনি সেখান থেকে কলেজে ফেরেন। বৃহস্পতিবার রাতে অনেকক্ষণ সহপাঠিরা অন্বেষার সাড়া শব্দ পাচ্ছিলেন না। এরপর দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ছাত্রী। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।