• কলেজ হস্টেলে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৫
  • বিক্রম রায়, কোচবিহার: কলেজ হস্টেলে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু। উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তরুণী। কিন্তু কেন? নেপথ্যে লুকিয়ে থাকা কারণের সন্ধানে পুলিশ।

    জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অন্বেষা ঘোষ। বর্ধমানের বাসিন্দা তিনি। কোচবিহারের একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। সম্প্রতি ছুটিতে বাড়ি গিয়েছিলেন অন্বেষা। রবিবার কলেজে ফেরেন। বৃহস্পতিবার রাতেই ভয়ংকর কাণ্ড। হস্টেলের ঘর থেকে মেলে অন্বেষার ঝুলন্ত দেহ। নজরে পড়া মাত্রই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশে খবর দেওয়া হলে দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

    হস্টেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে অনেকক্ষণ সহপাঠিরা অন্বেষার সাড়া শব্দ পাচ্ছিলেন না। এরপর দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ছাত্রী। কিন্তু কীভাবে কী হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, মৃতার পরিবার ও সহপাঠিদের সঙ্গে কথা বলা হবে, তাতেই পরিষ্কার হবে গোটা বিষয়টা। মেয়ের এই পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। তাঁরা বুঝতেই পারছেন না যে ঠিক ঘটেছে।
  • Link to this news (প্রতিদিন)