চোখ রাঙাচ্ছে মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত! রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা
প্রতিদিন | ২২ আগস্ট ২০২৫
নিরুফা খাতুন: ফের ঘূর্ণাবর্তের ভ্রূকুটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। সোমবারের মধ্যে যা নিম্নচাপে পরিণত হবে। বাংলার উপরে থাকা মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়াফলায় প্রচুর জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে। যার প্রভাবে কলকাতায় শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার না হলেও ফের সোমবার বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শহর কলকাতায়।
দক্ষিণবঙ্গে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হাওড়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দিনভর মেঘলা আকাশ সঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম, বর্ধমান এবং বীরভূম জেলায়। এইসব জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দুই জেলায়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ বাকি সব জেলায়। শনিবার দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উপকূল এলাকায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। ২৩ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে।