• কোর্টে পোস্টার নয়, অনুরোধ প্রধান বিচারপতির
    আনন্দবাজার | ২২ আগস্ট ২০২৫
  • আদালত চত্বরে পোস্টার সাঁটানো এবং সরকারি জায়গা ‘দখল’ থেকে বিরত থাকতে আইনজীবীদের অনুরোধ করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনম। বৃহস্পতিবার কলকাতায় নগর দেওয়ানি আদালত ভবনে কমার্শিয়াল কোর্টের উদ্বোধনী বক্তৃতায় এ কথা বলেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত, বিভিন্ন কোর্ট চত্বরের দেওয়ালেই নানা ধরনের পোস্টার সাঁটানো হয়। অনেকের মতে, সরকারি ভবনের দেওয়ালে এই ধরনের কাজ রীতিমতো দৃশ্যদূষণ তৈরি করে। উল্লেখ্য, এর আগে কলকাতা হাই কোর্টেও সরকারি ভবনের দেওয়ালে পোস্টার সাঁটাতে নিষেধ করেছিল হাই কোর্ট প্রশাসন।

    প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে নগর দেওয়ানি আদালতে কমার্শিয়াল কোর্ট তৈরি করা হয়েছে। এর ফলে ব্যবসাবাণিজ্য সংক্রান্ত বহু মামলার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে বলে এ দিন জানান নগর দেওয়ানি আদালতের মুখ্য বিচারক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেই উদ্বোধনী বক্তৃতায় প্রধান বিচারপতির গলাতেও মামলার দ্রুত নিষ্পত্তির কথা শোনা গিয়েছে এবং সেই কাজে বিচার বিভাগের সঙ্গে আইনজীবীদের সহযোগিতাও চেয়েছেন তিনি। বলেছেন, ‘‘জাস্টিস ডিলেড ইজ় জাস্টিস ডিনায়েড।’’ নতুন কমার্শিয়াল কোর্টে উন্নত পরিকাঠামো তৈরি করা হয়েছে বলেও প্রধান বিচারপতি জানান।

    আইনজীবীদেরই একাংশের বক্তব্য, বহু ক্ষেত্রে নানা কারণে শুনানি মুলতুবির আর্জি জমা পড়ে। তার ফলেই বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হয়। তাই দ্রুত বিচারের ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

    এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি রবি কৃষাণ কপূর, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, বিচারপতি কৃষ্ণ রাও, বিচারপতি অপূর্ব সিংহরায় এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিচারপতি রাজা বসুচৌধুরী। ছিলেন দেওয়ানি কোর্টের বিচারকেরা এবং হাই কোর্টের বিভিন্ন আধিকারিকও।
  • Link to this news (আনন্দবাজার)