• জয়েন্ট এন্ট্রান্স নিয়ে হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, ফলপ্রকাশ নিয়ে কাটল জটিলতা
    এই সময় | ২২ আগস্ট ২০২৫
  • জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের জটিলতা কাটল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। এর ফলে রাজ্যের জয়েন্টের ফলপ্রকাশে আইনি বাধা কাটল বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

    উল্লেখ্য, প্রথমে ৭ অগস্ট জয়েন্টের ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু ওসিবি শংসাপত্র সংক্রান্ত আইনি জটিলতার কারণে জয়েন্টের ফলপ্রকাশ স্থগিত হয়ে গিয়েছিল। কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, ২০১০ সালের আগের শংসাপত্রকে মান্যতা দিতে হবে এবং নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এ দিন সিঙ্গল বেঞ্চের সেই রায়ের উপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

    শুধু জয়েন্ট নয়, সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে সাধারণ ডিগ্রি কোর্সেও ভর্তির জটিলতা কাটল বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। রাজ্যের ৪৬০টি কলেজ এবং ১৭টি বিশ্ববিদ্যালয়ে সাধারণ ডিগ্রি কোর্সে ৯, ৪৮, ৭৩৭ টি আসন রয়েছে। সেখানে ভর্তির জন্য বহু আবেদন জমা পড়েছে। পাশাপাশি প্রেসিডেন্সিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষাও নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সূত্রের খবর, আইনি জটিলতা কাটায় শুক্রবারই জয়েন্টের ফলাফল এবং কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির মেধাতালিকা প্রকাশিত হতে পারে।

    উল্লেখ্য, গত ২৭ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। এখনও ফলাফল প্রকাশিত না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় বহু পড়ুয়া।

    (তথ্য সহায়তা: স্নেহাশিস নিয়োগী)

  • Link to this news (এই সময়)