• দুই তৃণমূল কর্মী খুনে ১২ জনকে যাবজ্জীবন সাজা শোনাল রামপুরহাট মহকুমা আদালতে
    এই সময় | ২২ আগস্ট ২০২৫
  • এই সময়, সিউড়ি: দুই তৃণমূল কর্মী খুনের ঘটনায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্দীপকুমার কুণ্ডু অপরাধীদের এই নির্দেশ দেন। পাশাপাশি অপরাধীদের দু'লক্ষ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও ছ'মাস জেল হেফাজতের নির্দেশ।

    খুনের ৮৬ দিনের মাথায় চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার। সরকারী আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, 'এলাকা দখলকে কেন্দ্র করেই খুনের ঘটনা ঘটে। খুন, ষড়যন্ত্র-সহ চারটি ধারায় এই সাজা দিয়েছে আদালত। আসামিরা বোমা মেরে দু'জনকে খুন করেছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর বোমা পাওয়া গিয়েছিল।'

    পুলিশ ঘটনার রাতেই অন্যতম অভিযুক্ত ও এলাকার কংগ্রেস নেতা সুজাউদ্দিন শেখকে গ্রেপ্তার করে। পর্যায়ক্রমে সুজাউদ্দিনের দুই ছেলে লাকি ও বাপি, ১০ জন স্থানীয় বাসিন্দাদের গ্রেপ্তার করে পুলিশ। এখনও ফেরার আট জন। ২০২৫-এর ৪ ফেব্রুয়ারি বীরভূমের মাড়গ্রাম-১ পঞ্চায়েতের প্রধান ভুট্ট শেখের ভাই ও তৃণমূল নেতা লাল্টু শেখ এবং তাঁর ছায়াসঙ্গী নিউটন শেখকে বোমা মেরে খুন করা হয়।

  • Link to this news (এই সময়)