• বাংলার কৃষকরাই আলুর সবচেয়ে বেশি পাচ্ছেন: বেচারাম মান্না
    বর্তমান | ২২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গোটা দেশের মধ্যে বাংলার কৃষকরাই আলুর দাম সবচেয়ে বেশি পাচ্ছেন। এমনই দাবি করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, পাঞ্জাবে পাইকারি বাজারে ৮০০ টাকা কুইন্টাল প্রতি আলু বিক্রি হচ্ছে। সেখানে বাংলায় কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে ১০৮০ টাকা থেকে ১৩৪০ টাকায়।মন্ত্রীর দাবি, যোগী রাজ্য উত্তরপ্রদেশে আলু পাইকারি বাজারে ৮৫০ টাকা কুইন্টালে বিক্রি করতে কার্যত বাধ্য হচ্ছেন কৃষক। এমনকী বিহারে আলু বিক্রি হচ্ছে ১৩০০ টাকা কুইন্টাল দরে। সেখানে বাংলার আলু চাষিরা অনেকটাই বেশি দাম পাচ্ছেন। এখনও পর্যন্ত রাজ্যে হিমঘর থেকে ৪১ শতাংশ আলু বেরিয়েছে। বিশ্বকর্মা পুজোর আগে ৫৫ শতাংশ আলু হিমঘর থেকে বের হবে বলে আশা মন্ত্রীর।
  • Link to this news (বর্তমান)