খনিতে নামার সময়ে দেড় ঘণ্টা ধরে ডুলি আটকে বিপত্তি, ঝুলে রইলেন ১৮ জন শ্রমিক
বর্তমান | ২২ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রানিগঞ্জ থানার বাঁশড়া কোলিয়ারির সি পিটে ডুলি আটকে গিয়ে বিপত্তি। প্রায় দেড় ঘণ্টা ধরে খনির মাঝেই ঝুলে রইলেন ১৮ জন শ্রমিক। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যই এই ঘটনাটি ঘটে। আজ, শুক্রবার সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত আটকে থাকেন ১৮ জন শ্রমিক। জানা গিয়েছে, প্রায় ৫০ ফুট গভীরতায় যখন শ্রমিক বোঝাই করে ডুলিটি নামছিল সেই সময়েই হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর জেরে প্রায় ৬০০ ফুট উচ্চতায় আটকে থাকে শ্রমিকরা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।কোলিয়ারির আধিকারিকদের ঘিরে ধরে চলে বিক্ষোভ। শ্রমিকদের দাবি প্রায়শই এই ধরনের ঘটনা ঘটে। উন্নতমানের বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে এই ঘটনা ঘটেছে বলেই দাবি করেছেন তারা। চলতি সপ্তাহে অন্ডাল থানার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে জল ঢুকে এক শ্রমিকের মৃত্যু হয়। একাধিক শ্রমিক গুরুতর অসুস্থ হন। এরপর ফের খনি দুর্ঘটনার জেরে শ্রমিক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।