প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, শহরের জয়জয়কার
বর্তমান | ২২ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আজ, শুক্রবার দুপুরে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। গত ২৭ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। কিন্তু ওবিসি মামলায় পরীক্ষার ফলপ্রকাশ আটকে গিয়েছিল। অবশেষে আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরই ফলপ্রকাশ করে রাজ্য জয়েন্ট বোর্ড। পরীক্ষার ১১৭ দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছে। রাজ্যে সরকারি, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। ফলপ্রকাশের পর দেখা গিয়েছে এবারের পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন ডন বসকোর অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় হয়েছেন কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস।তৃতীয় ও চতুর্থ দিল্লি পাবলিক স্কুলের (রুবি পার্ক) দিশান্থ বসু ও অরিত্র রায়। পঞ্চম স্থানে রয়েছেন দুর্গাপুরের তৃষাণজিৎ দলুই। ফলপ্রকাশের পর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্সে লেখেন, ‘রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’ একই সঙ্গে নিটে সফল মেধাবি ছাত্র-ছাত্রীদের জন্য এমবিবিএস, বিডিএস ও এমডিএসে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা(শিক্ষা) ডা. ইন্দ্রজিৎ সাহা। ওবিসি সংক্রান্ত আইনি জটিলতার কারণে মেডিক্যাল এবং ডেন্টালে কাউন্সেলিং ও ভর্তি স্থগিত হয়ে গিয়েছিল। চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন রাজ্যের প্রায় ১৫ হাজার মেধাবী ছাত্র-ছাত্রী। এই পরিস্থিতিতে দুটি বড় সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা ছিল। প্রথমত, মেডিক্যালের কাউন্সেলিং, ভর্তি এবং ক্লাস শুরু কতদিনের মধ্যে করতে হবে, তা নির্দিষ্ট। কাউন্সেলিং এবং ভর্তি স্থগিত হওয়ার জন্য যদি সেই নির্দিষ্ট দিন পার করে যেত, তাহলে গোটা প্রক্রিয়ায় বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। চরম বিপদে পড়তেন ছাত্রছাত্রীরা। দ্বিতীয়ত, সাময়িক অচলঅবস্থার জন্য দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা বাংলার মেধাবী ছাত্রছাত্রীরা সর্বভারতীয় মেডিক্যাল আসনে ভর্তির জন্য আপ্রাণ চেষ্টা করতেন। সেক্ষেত্রে বাংলার মেধাবী ছাত্র-ছাত্রীদের অনেকেই হয়তো চলে যেতে বাধ্য হতেন ভিন রাজ্যে। সুপ্রিম নির্দেশের পর ভর্তি ফের চালু হওয়াতে তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। জয়েন্টের পরীক্ষার্থীরা (www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in) এই দুই ওয়েবসাইটে ঢুকে নিজেদের র্যাঙ্ক দেখতে পাবেন ও ডাউনলোড করতে পারবেন।