• সুপ্রিম-হস্তক্ষেপে প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী
    দৈনিক স্টেটসম্যান | ২২ আগস্ট ২০২৫
  • অবশেষে কাটল জট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের হস্তক্ষেপে শুক্রবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ২০২৫-এর ফলাফল। কলকাতা হাইকোর্টের নির্দেশে জটিলতা তৈরি হলেও শীর্ষ আদালতের স্থগিতাদেশে মেধাতালিকা প্রকাশের পথ প্রশস্ত হয়।

    চলতি বছরের ২৭ এপ্রিল অনুষ্ঠিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হল প্রায় ১১৭ দিন পর, ২২ আগস্ট। এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলের ছাত্র অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন কল্যাণীর সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থানে কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।

    ফলপ্রকাশ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি অভিভাবক ও শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আইনি জটিলতায় ফলপ্রকাশে দেরি হলেও ছাত্রছাত্রীরা যেভাবে ধৈর্য ধরেছে তা প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, তোমরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বাংলার গৌরব বাড়াবে।’

    মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা প্রত্যাশিত ফল পাননি, তাঁদের বলব হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করো। জীবন অনেক বড়, সুযোগ অনেক আসবে।’

    এবছর জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে প্রধান জটিলতা তৈরি হয়েছিল ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাকে ঘিরে। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ নির্দেশ দেয়, ২০১০ সালের পূর্ববর্তী ৬৬টি ওবিসি শ্রেণিভুক্ত তালিকার ভিত্তিতে মেধাতালিকা তৈরি করতে হবে। এই নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য প্রথমে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যায়, পরে সুপ্রিম কোর্টে।

    রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁদের যুক্তি ছিল, ‘সিঙ্গল বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে যে নির্দেশ দিয়েছে, তা প্রশ্নবিদ্ধ।’  শুনানি শেষে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এর কয়েক ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করে জয়েন্ট বোর্ড।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)