রাজ্যের পুলিশ প্রশাসনে ফের বড়সড় রদবদল করা হয়েছে। বদল করা হয়েছে ডায়মন্ডহারবার ও কালিম্পংয়ের পুলিশ সুপারকে। পাশাপাশি আরও পাঁচ আইপিএস অফিসারের দায়িত্ব বদল করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস রাহুল গোস্বামীকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার পদ থেকে সরিয়ে ডাবগ্রামের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার পদে পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার পদে আনা হয়েছে আইপিএস বিশপ সরকারকে। বিশপ হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ পদে ছিলেন। অন্যদিকে আইপিএস শ্রীহরি পাণ্ডেকে কালিম্পং জেলার পুলিশ সুপার পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছে গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপার পদে।
গোয়েন্দা পুলিশের উত্তরবঙ্গ শাখার স্পেশাল সুপার অপরাজিতা রাইকে পাঠানো হয়েছে কালিম্পংয়ের পুলিশ সুপার পদে। শিলিগুড়ি পুলিশ কমিশনারের ডিসি (ট্র্যাফিক) বিশ্ব চাঁদ ঠাকুরকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) পদে পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অম্লানকুসুম ঘোষকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্র্যাফিক পদে বদলি করা হয়েছে। রাজ্য সশস্ত্র পুলিশের দশম ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার কাজী শামসুদ্দিন আহমেদকে শিলিগুড়ির ডিসি (ট্র্যাফিক) পদে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ডায়মন্ড হারবারের সাংসদ হলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সংসদীয় এলাকাকে প্রথম থেকেই ‘মডেল’ হিসেবে গড়ে তুলতে চান তিনি। ২০২৩ সালের মার্চ মাসে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার পদে রাহুল গোস্বামী দায়িত্ব গ্রহণ করেছিলেন। ডায়মন্ড হারবারের দায়িত্ব নেওয়ার পরেই আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। এর আগে তিনি জঙ্গিপুরের পুলিশ সুপার ছিলেন। এবার তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে।