রাজ্য জয়েন্ট এন্ট্রান্স: হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, আজই ফলপ্রকাশ
দৈনিক স্টেটসম্যান | ২২ আগস্ট ২০২৫
রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ নেতৃত্বাধীন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে আপাতত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশে আর কোনও আইনি বাধা রইল না। সূত্রের খবর, আজ দুপুরেই জয়েন্টের ফল প্রকাশ হতে চলেছে।
গত ৭ আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলপ্রকাশের কথা থাকলেও, ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে তা পিছিয়ে যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, ২০১০ সালের আগের ৬৬টি স্বীকৃত ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করতে হবে। পাশাপাশি, বোর্ডকে ১৫ দিনের মধ্যে নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি চন্দের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং পরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। শীর্ষ আদালতে রাজ্যের পক্ষে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন, ‘একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ দিয়েছে, যা গ্রহণযোগ্য নয়।’ তাঁরা প্রশ্ন তোলেন, ‘কীভাবে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব?’
সুপ্রিম কোর্টে বর্তমানে ওবিসি শংসাপত্র সংক্রান্ত একটি পৃথক মামলার শুনানি চলছে। সেই প্রেক্ষিতেই জয়েন্ট এন্ট্রান্স মামলাটিও বিবেচনায় আসে। শুক্রবার শুনানির সময় রাজ্যের আইনজীবীরা জয়েন্টের ফলপ্রকাশের বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। ফলে, এখন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড মেধাতালিকা প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া চালিয়ে যেতে পারে।
উল্লেখ্য, হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ওবিসি পড়ুয়াদের জন্য ৭ শতাংশ সংরক্ষণই বজায় রাখার কথা বলা হয়েছিল এবং নতুন ওবিসি তালিকার ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা যাবে না বলে জানানো হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় স্থগিতাদেশ দিয়েছে।
এই নির্দেশের ফলে, রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী অবশেষে স্বস্তি পেলেন। এখন দ্রুত ফল প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পথে এগোতে পারবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।