• ছাত্রীকে অশালীন মন্তব্য, স্কুলের শৌচালয় পরিষ্কার করানোয় অভিযুক্ত প্রধান শিক্ষক! উত্তেজনা বনগাঁয়
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অশ্লীল কটুক্তিই শুধু নয়, ভয় দেখিয়ে স্কুলের শৌচালয় পরিষ্কার করানোর অভিযোগ উঠল। অভিযুক্ত স্কুলেরই প্রধান শিক্ষক। ঘটনাটি জানাজানি হতেই এদিন স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান ওই ছাত্রীর পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা থানা এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক।

    ঘটনাটি দিন কয়েক আগের। বাগদা থানার চরমণ্ডল গ্রামের চরমণ্ডল ভাগ জিএসএফপি স্কুল। ওই স্কুলেই পঞ্চম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক তাকে অশ্লীল কটুক্তি করেছিলেন। সেই নিয়ে ভীত ছিল ওই ছাত্রী। শুধু তাই নয়, ওই ছাত্রীকে দিয়ে স্কুলের শৌচালয়ও পরিষ্কার করানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর ওই ছাত্রী এতটাই কুকড়ে গিয়েছে যে সে আর স্কুলেও যাচ্ছিল না। দিন কয়েক ধরে স্কুলে না গিয়ে বাড়িতেই থাকছিল সে। বাড়ির লোকজনকে ওই ছাত্রী কিছুই জানায়নি বলে খবর।

    দিন কয়েক ধরে মেয়ে বাড়িতে থাকায় সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্যদের। ওই ছাত্রীর মা চেপে ধরতেই সব ঘটনার কথা সে জানায়। আজ শুক্রবার বেলায় ওই পরিবার ও স্থানীয়রা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। আতঙ্কিত ছাত্রীর মা বলেন, “মেয়ে প্রথমে বাড়িতে বলেনি। কিন্তু কেমন মনোমরা থাকত। স্কুলে যেতে চাইছিল না। ওর বান্ধবীদের কাছ থেকে জানার পরে আসল ঘটনা খুলে বলে। তারপরে আমরা আজ স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে জবাব চাইলাম।” কোনও সুরাহা না হলে পরবর্তীতে প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। স্থানীয়দের বক্তব্য, “প্রয়োজনে আমরা শিক্ষা দপ্তরে যাব।” সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক গৌরাঙ্গ রায়। তিনি বলেন, “ছাত্রছাত্রীদের আমি স্কুল পরিচ্ছন্ন রাখার কথা বলি। ছাত্রছাত্রী, দিদিমণিদের দিয়ে আমি সবসময় স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ওরা আমার সন্তান সমতুল্য। ওদের প্রতি কখনওই কোনও খারাপ আচরণ করি না।”
  • Link to this news (প্রতিদিন)