• বাংলায় মোদি LIVE: ৩ মেট্রো রুটের উদ্বোধন প্রধানমন্ত্রীর, হাওড়া ময়দানের সঙ্গে জুড়ল সেক্টর-৫
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৫
  • সাড়ে ৩ মাসে তৃতীয়বার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রোর তিন রুটের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনের পর মেট্রো সফরেরও কথা। এরপর দমদম সেন্ট্রাল জেলের মাঠে সরকারি  অনুষ্ঠানে যোগ। প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত সমস্ত তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে। বিকেল ৪.৫৮: মেট্রো স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিকেল ৪.৪৮: শুভেন্দু-শমীক-শান্তনুকে পাশে নিয়ে ৩ মেট্রো রুটের উদ্বোধন মোদির। ‘ব্রাত্য’ দিলীপ ঘোষ।

    বিকেল ৪.৩৯: মেট্রো উদ্বোধনের উদ্দেশে যশোর রোড ধরে এগোচ্ছে মোদির কনভয়।বিকেল ৪.১৫: কলকাতায় পৌঁছলেন মোদি।
    বিকেল ৪.০৫: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছলেন রাজ্যপাল। রয়েছেন মুখ্যসচিব এবং মন্ত্রী জ্যোৎস্না মান্ডি।
    বিকেল ৩.৫৯: দমদমে মোদির অপেক্ষায় জনতার ভিড়। 

    বিকেল ৩.৫৮: আর কিছুক্ষণের মধ্যেই বাংলায় পৌঁছবেন মোদি।
  • Link to this news (প্রতিদিন)