• পঞ্চসায়রের আবাসনে বৃদ্ধার হাত-পা বাঁধা রক্তাক্ত দেহ উদ্ধার! খুন নাকি অন্য কিছু?
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৫
  • অর্ণব আইচ: খাস কলকাতায় আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বৃদ্ধার হাত-পা বাঁধা রক্তাক্ত মৃতদেহ। দক্ষিণ কলকাতার নিউ গড়িয়ার পঞ্চসায়র থানা এলাকায় এদিন সকালে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম বিজয়া দাস (৭৪)। ওই প্রৌঢ়াকে ‘খুন’ করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার সকালে পঞ্চসায়রের ওই আবাসন থেকে বৃদ্ধাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। বৃদ্ধা বিজয়া দাস তাঁর স্বামীর সঙ্গে ওই আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন। এদিন সকালে কাজের লোক ওই বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। ঘরের ভিতর ঢুকেই আঁতকে ওঠেন তিনি। তাঁর চেঁচামেচিতেই প্রতিবেশীরা সেখানে জড়ো হন। দেখা যায়, ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বৃদ্ধাকে। তাঁর হাত-পা বাঁধা ছিল। মুখ আটকানো ছিল সেলোটেপ দিয়ে। মাথা দিয়ে রক্ত বেরিয়ে মেজে ভেসে গিয়েছে বলে খবর। ঘটনা দেখে আতঙ্ক ছড়ায় প্রতিবেশীদের।

    ওই আবাসনের থেকে ৫০০ মিটার দূরেই পঞ্চসায়র থানা। খবর দিলে দ্রুত অকুস্থলে পৌঁছে যায় পুলিশ। গোটা ফ্ল্যাট ঘিরে শুরু হয় তদন্ত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই বৃদ্ধাকে ‘খুন’ করা হয়েছে। কিন্তু কেন খুন হলেন তিনি? বাড়িতে বৃদ্ধার অসুস্থ স্বামী ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃদ্ধা যাতে কোনওরকম চিৎকার না করতে পারেন, সেজন্যই কি মুখে সেলোটেপ বাঁধা হয়েছিল? মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করেই কি তাঁকে খুন করা হয়েছে? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ একাধিক তথ্য পেতে চাইছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)