• খড়্গপুরে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু তরুণ অধ্যাপকের
    এই সময় | ২৩ আগস্ট ২০২৫
  • জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তরুণ অধ্যাপকের। মৃত অধ্যাপকের নাম নয়ন পন্ডা। শুক্রবার সকাল ১১টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার চাঙ্গুয়ালে। সেখানে খড়্গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণগড়ের একটি বেসরকারি কলেজের গণিতের অধ্যাপক ছিলেন বছর ৩৪-এর নয়ন পন্ডা। তাঁর বাড়ি বেলদা থানার জোড়াগাড়িয়া ফাঁড়ি এলাকার খণ্ডরুই গ্রামে। যদিও দীর্ঘদিন ধরেই তিনি মেদিনীপুর শহরে থাকতেন। বৃহস্পতিবার সকালে মোটরবাইকে করে কলেজ আসার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তরুণ অধ্যাপক। খড়গপুর গ্রামীণ থানার চাঙ্গুয়াল এলাকায় তাঁর বাইকের সামনে থাকা একটি লরি হঠাৎ করে ঘুরতে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারেন। জাতীয় সড়কের উপর পড়ে গিয়ে গুরুতর জখম হন নয়ন। দ্রুত তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

    শুক্রবার সন্ধ্যায় নারায়ণগড়ের তাঁর কর্মস্থলে তাঁকে শেষ শ্রদ্ধা জানান তাঁর সহকর্মীরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কলেজে ও পরিবারে। খড়গপুর গ্রামীণ থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ‘একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’

  • Link to this news (এই সময়)