• রাজ্য জয়েন্টে দ্বিতীয় সাম্যজ্যোতি মাধ্যমিকেও হয়েছিলেন তৃতীয়, চান আইআইটিতে পড়াশোনা করতে, তাঁর সাফল্যে গর্বিত নদিয়া...
    আজকাল | ২৩ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। একাধিক আইনি জটিলতার পর অবশেষে শুক্রবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পরীক্ষাটি হয়েছিল ২৭ এপ্রিল, ফল প্রকাশে লেগে যায় প্রায় ১১৭ দিন। অবশেষে আদালতের হস্তক্ষেপে সামনে এল রাজ্যের মেধা তালিকা, যেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র সাম্যজ্যোতি বিশ্বাস। কল্যাণীর এই কৃতী ছাত্রের সাফল্যে খুশির হাওয়া গোটা জেলাজুড়ে। আত্মীয়-পরিজন তো বটেই, স্থানীয় বাসিন্দারাও সাম্যজ্যোতির কৃতিত্বে গর্বিত। বর্তমানে তিনি রাজ্যে নেই। আইআইটি বম্বে-তে উচ্চতর শিক্ষার স্বপ্নপূরণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

    সাম্যজ্যোতির বাবা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সাম্যজ্যোতির সাফল্যে তিনি বলেন, “ছেলের পরিশ্রমের ফল আজ সবাই দেখতে পেল। আমরা ওর জন্য গর্বিত।” পরিবার সূত্রে খবর, ছোটবেলা থেকেই পড়াশোনায় দারুণ মনোযোগী, পাশাপাশি ফুটবল ক্রিকেট খেলাতেও পারদর্শী ছিল। মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকার করবার পরে থেকেই বরাবরই তাঁর ইচ্ছে ছিল আইআইটি-তে পড়াশোনা করা। সাম্যজ্যোতি বরাবরই বিজ্ঞানমনস্ক ও লক্ষ্যে স্থির ছিলেন।

    কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও তাঁদের স্কুলের ছাত্রের সাফল্যে উচ্ছ্বসিত। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “সাম্যজ্যোতির এই অর্জন আমাদের স্কুলের জন্য গর্বের। সে ভবিষ্যতে দেশের সেবা করবে, এই আশা রাখি।”

    এই অসাধারণ ফলাফলের পর ভবিষ্যতের পরিকল্পনা কী? পরিবার সূত্রে জানা গিয়েছে, সাম্যজ্যোতি আপাতত আইআইটি বম্বেতে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই সাফল্য নিঃসন্দেহে অনুপ্রেরণা দেবে আগামী প্রজন্মকে।

    এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থানে কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। চতুর্থ হয়েছেন কলকাতা রুবি পার্ক, দিল্লি পাবলিক স্কুলের অরিত্র রায়, পঞ্চম দুর্গাপুরের পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুলের ত্রিষাণজিৎ দলই, ষষ্ঠ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র. বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়, ডিএভি মডেল স্কুল, খড়গপুরের অর্চিস্মান নন্দী অষ্টম হয়েছেন। রাজারহাটের দিল্লি পাবলিক স্কুলের প্রতীক কুণ্ডু নবম এবং বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের অর্ক ব্যানার্জি দশম হয়েছেন। 

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যাঁরা কোনো কারণে ভালো ফল করতে পারেননি, তাঁদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভাল হয় তার প্রস্তুতি নিতে বলব। আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরি হল। কিন্তু আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।”

    জয়েন্ট এন্ট্রার্স পরীক্ষায় ওবিসি সংরক্ষণ নিয়ে জনস্বার্থ মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে এদিন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ফলে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ফলপ্রকাশের ক্ষেত্রে জট কাটে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এদিন এই নির্দেশ দেওয়া হয়। আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে। তারপরেই প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফলাফল। 
  • Link to this news (আজকাল)