সোনার বাংলা নয়, মোদি বানাতে চান শ্যামাপ্রসাদের বাংলা! ২৬-এর আগে ফের হাতিয়ার মেরুকরণ?
প্রতিদিন | ২৩ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার বাংলা নয়! “শ্যামাপ্রসাদের বাংলা বানাব।” ২৬ সালের বাংলায় বিধানসভা নির্বাচনের আগে দমদমের সেন্ট্রাল জেল ময়দান থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় বিজেপি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছে। এই অভিযোগ বরাবর বিরোধীদের তরফে উঠছে। এবার প্রধানমন্ত্রীর মুখে মেরুকরণের বার্তা? সেই প্রশ্ন আরও একবার উসকে গেল।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। বঙ্গ বিজেপি ধর্মীয় মেরুকরণের পথে হেঁটে বাংলায় নিজেদের ভোটব্যাঙ্ককে একত্র করছে, সেই অভিযোগ করছে তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। রামনবমী পালন নিয়ে বাংলায় প্রচারে বিজেপি ধর্মীয় মেরুকরণের বার্তা দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের। হনুমানজয়ন্তীতেও গেরুয়া শিবির থেকে মেরুকরণের বার্তা দিতে দেখা দিয়েছে অতীতে! শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতাদের গলাতেও চড়া সুর শোনা গিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের। আগামী বিধানসভা ভোটের আগে এই মেরুকরণের পথে হাঁটবে কি বঙ্গ বিজেপি? সেই প্রশ্ন উঠেছে। সেই আবহেই এবার প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদের বাংলা গড়ার ডাক দিলেন।
বরাবর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বঙ্গ বিজেপি প্রচারে রাখে। কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর কলকাতার খিদিরপুর ডকের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট নামকরণ হয়েছে। কোনও হেরিটেজের নাম বদলের প্রসঙ্গ উঠলেও বিজেপির তরফে শ্যামাপ্রসাদের নামকরণের প্রস্তাব ওঠে। আজ, শুক্রবার কলকাতায় শিয়ালদহ-হাওড়া-সহ তিনটি পথের মেট্রো রেলের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই দমদমের সেন্ট্রাল জেল ময়দানে দলীয় সভা করেন মোদি। সেখানেই তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন। তৃণমূল রাজ্যে ক্ষমতা থেকে সরলে বিজেপি আসবে। তৃণমূল বাংলার শাসকের চেয়ার থেকে সরলে রাজ্যে আসল পরিবর্তন শুরু হবে। এদিন সেই বার্তা দিয়েছেন মোদি।
আজ, শুক্রবার কৌশিকী অমাবস্যা। সেই কথা স্মরণ করেই কালী দেবীকে প্রণাম করে এদিন জনসভায় বক্তব্য রাখেন মোদি। দুর্গাপুরের সভা থেকেও একইভাবে দুর্গা, কালীকে স্মরণ করে সভা করেছিলেন মোদি। তাহলে কি আগামী বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপি আরও মেরুকরণের পথে হাঁটতে চলেছে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখে গেরুয়া শিবির রাজ্যে প্রচারে নামতে চলেছে? মোদির এদিনের বক্তব্যের পর সেই প্রশ্ন আরও একবার উসকে গেল।