জুড়ে গেল বিমানবন্দর-কবি সুভাষ, মেট্রোর চড়ার আগে দেখে নিন ভাড়ার তালিকা
প্রতিদিন | ২৩ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই উদ্বোধন হল বহু প্রতীক্ষিত তিনটি মেট্রো রুটের! খুলে গেল নোয়াপাড়া–বিমানবন্দর জয় হিন্দ, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায়। আজ শুক্রবারই শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোয় উঠতে পারবেন যাত্রীরা। তবে বাকি নোয়াপাড়া-বিমানবন্দর জয় হিন্দ এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবা শুরু হবে সোমবার থেকে।
দীর্ঘ সময় ধরে নয়া এই তিন মেট্রোর রুটের জন্য অপেক্ষা ছিল। অবশেষে তা খুলে দেওয়া হল সাধারণ যাত্রীদের জন্য। নয়া এই মেট্রোর উদ্বোধনে কলকাতার যান চলাচলে গতি আসবে। অল্প সময়ের মধ্যেই শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছানো সম্ভব হবে। দীর্ঘ পথ কয়েক মিনিটের মধ্যেই পৌঁছানো সম্ভব হবে। কিন্তু কতটাকা ভাড়া দিতে হবে এজন্য?
জয়হিন্দ অর্থাৎ বিমানবন্দর থেকে কোন স্টেশনে পৌঁছতে কত টাকা পড়বে? রইল তালিকা ?