কলকাতার কোন রাস্তার দায়িত্বে কে? রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্পষ্ট করতে পুরসভার পদক্ষেপ
আনন্দবাজার | ২২ আগস্ট ২০২৫
শহরের কোন রাস্তা কার অধীনে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে সেই প্রসঙ্গেই সরব হলেন ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি প্রশ্ন তোলেন, রাস্তার নাম এবং সেই রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার—এ বিষয়ে নাগরিকরা স্পষ্ট ধারণা পান না। ফলে কোনও রাস্তা বেহাল হয়ে গেলে অভিযোগ জানাতে গিয়ে অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে।
প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম জানান, সমস্যার সমাধানে পুরসভা ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে। তাঁর বক্তব্য, “যে সংস্থা রাস্তা তৈরি করেছে, সেই তথ্য স্পষ্ট ভাবে উল্লেখ করার ব্যবস্থা করা হচ্ছে। হোর্ডিং বা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন রাস্তার দায়িত্ব কোন দফতরের।” তিনি আরও বলেন, “কয়েকটি রাস্তায় ইতিমধ্যেই এই ধরনের ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। তবে এখনও কিছু জায়গায় কাজ বাকি রয়েছে, ধাপে ধাপে তা সম্পূর্ণ করা হবে।”
ফিরহাদের দাবি, এই পদক্ষেপের ফলে নাগরিকদের বিভ্রান্তি অনেকটাই কমবে। আগে দেখা যেত, রাস্তা খারাপ হলে কেউ তা পুরসভার দায়িত্ব বলতেন, কেউ আবার রাজ্য জনকল্যাণ দফতর বা অন্য কোনও সংস্থার ওপর দায় চাপাতেন। এর ফলে রাস্তা সংস্কারের দাবিতে সময় নষ্ট হতো। নতুন ব্যবস্থায় স্পষ্ট থাকবে কোন সংস্থা রাস্তাটি রক্ষণাবেক্ষণ করবে। বিশেষজ্ঞদের মতে, কলকাতার মতো মহানগরে যেখানে একাধিক সংস্থা রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত, সেখানে এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। নাগরিকেরাও মনে করছেন, ডিসপ্লে বোর্ড থাকলে অভিযোগ জানানোর পথ সহজ হবে এবং রাস্তা মেরামতির কাজ দ্রুত এগোবে।