• চন্দ্রিমার উপস্থিতিতে আলিপুরদুয়ারের নির্দল কাউন্সিলারের ঘর ওয়াপসি
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার গার্গী তালুকদার শুক্রবার তাঁর পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরলেন। গার্গীর ঘরওয়াপসিতে ২০ সদস্যের আলিপুরদুয়ার পুরসভায় তৃণমূলের কাউন্সিলারের সংখ্যা দাঁড়াল ১৯। 

    গত পুরভোটে দল টিকিট না দেওয়ায় গার্গী, ২ নম্বর ওয়ার্ডের শ্রীলা দত্ত ও ১০ নম্বর ওয়ার্ডের ঝুমা মিত্র নির্দল প্রার্থী হয়ে ভোটে জয়ী হন। তৃণমূল ২০টির মধ্যে ১৬টি ওয়ার্ড পায়। নির্দল তিনটি ও কংগ্রেস একটি ওয়ার্ডে জেতে। কয়েকদিন আগেই ঝুমা ও শ্রীলা তাঁদের পুরনো দল তৃণমূলে ফেরেন। শুক্রবার গার্গীও ফিরলেন। 

    এদিন পুরসভার মিউনিসিপ্যাল হলে মহিলা তৃণমূলের কর্মিসভায় গার্গীর হাতে দলের পতাকা তুলে দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তৃণমূলের টাউন ব্লক সভাপতি তথা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীপ্ত চট্টোপাধ্যায়, পুরচেয়ারম্যান প্রসেনজিৎ কর ও মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চন্দ্রা নার্জিনারী, তৃণমূলের রাজ্য সম্পাদক মৃদুল গোস্বামী, দলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, বিধায়ক সুমন কাঞ্জিলাল। 

    পুর চেয়ারম্যান বলেন, তিন নির্দল কাউন্সিলার দলে ফিরে আসায় পুরসভায় দলের শক্তি বাড়ল। অন্যদিকে, গার্গী বলেন, আমি তো দলেই ছিলাম। দল ফের টেনে নেওয়ায় খুশি। 

    এদিকে, এদিন সংগঠনের কর্মিসভায় মন্ত্রী আসন্ন বিধানসভা ভোটে মহিলাদের বিশেষ ভূমিকা নেওয়ার আহ্বান জানান। বলেন, মহিলাদের স্বশক্তিকরণে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিফলন সরকারি বিভিন্ন প্রকল্পের সঙ্গে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভা ও লোকসভা ভোটের প্রার্থী তালিকায় দেখা যায়। সর্বস্তরের ভোটে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছেন। দেশের অন্য কোনও রাজ্যে এই ব্যবস্থা নেই। দলের সাফল্যের জন্য মহিলাদের কোমর বেঁধে নামতে হবে। 

    অন্যদিকে, এদিন কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে জেলা মহিলা তৃণমূলের কর্মিসভাতেও ছিলেন চন্দ্রিমা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)