• বর্ধমান রোডের উড়ালপুলের কাজ শেষ হতে আরও সময় লাগবে: মেয়র
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বর্ধমান রোডে উড়ালপুল তৈরির কাজ শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। শুক্রবার পূর্তদপ্তরের উত্তরবঙ্গ কনস্ট্রাকশন ডিভিশনের সঙ্গে বৈঠকের পর একথা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। একই সঙ্গে তিনি বলেন, শহরে রান্নার গ্যাসের লাইন পাতার কাজেও জোর দেওয়া হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সংস্থাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    শিলিগুড়ি শহরের বর্ধমান রোডে উড়ালপুল নির্মাণ বহুদিন আগে শুরু হয়েছে। চলতি আগস্ট মাসে সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শেষ হবে বলে আগে ঘোষণা করেছিলেন মেয়র। এদিন পূর্তদপ্তরের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, প্রকল্পটির সিংহভাগ নির্মাণ শেষ হয়েছে। সামান্য কিছু অংশের কাজ বাকি রয়েছে। তাই প্রকল্পটি শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে পূর্তদপ্তর জানিয়েছে। বৃষ্টি সহ বিভিন্ন কারণে নির্মাণকাজ ব্যাহত হয়।

    সংশ্লিষ্ট উড়ালপুলের নির্মাণ শেষ হওয়ার সময়সীমা এনিয়ে কয়েকবার পরিবর্তন হল। স্থানীয় বাসিন্দারা এনিয়ে রীতিমতো ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, প্রকল্পটি নিয়ে পূর্তদপ্তরের একাংশের মধ্যে ঢিলেমি রয়েছে, তাই কাজ শেষ হচ্ছে না। বার বার সময় পরিবর্তনের কথা ঘোষণা করছেন মেয়র। বিধানসভা নির্বাচনের আগে সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শেষ হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

    এদিকে, শহরে গ্যাসের পাইপ লাইন পাতার উদ্যোগ অনেকদিনের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের প্রতিটি শহরে গ্যাসের পাইপ লাইন পাতছে গেইল। ইতিমধ্যে কোচবিহার শহরে লাইন পাতা হয়েছে। এবার শিলিগুড়ি শহরে কাজ হবে। মেয়র বলেন, শহরে প্রায় ১৩৫ কিলোমিটার এলাকায় পাইপ পাতবে গেইল। এজন্য তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)