• প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হাপতিয়াগছে মিছিল, চোপড়া থেকে ২৫ তারিখেই কলকাতা রওনা দেবেন টিএমসিপির নেতাকর্মীরা
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • মুতাহার কামাল  চোপড়া

    ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র সমাবেশ রয়েছে। সেই সমাবেশে যোগ দিতে চোপড়া থেকে ২৫ তারিখই কলকাতার উদ্দেশে রওনা দেবেন সংগঠনের নেতাকর্মীরা। তার আগে চোপড়া ব্লকজুড়ে চলছে জোর প্রচার। শুক্রবার হাপতিয়াগছ অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি একরামুল হকের নেতৃত্বে হাপতিয়াগছ নিম্ন বুনিয়াদি বিদ্যালয় প্রাঙ্গণে প্রস্তুতি সভা হয়। চোপড়া থেকে রেকর্ড সংখ্যক ছাত্র-যুবকে কলকাতায় নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। এদিনের প্রস্তুতি সভা শেষে হাপতিয়াগছ অঞ্চল টিএমসিপির কর্মীরা বিশাল মিছিল বের করেন। মিছিলটি হাপতিয়াগছ বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। ছাত্র সমাবেশ সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হয়। মিছিলে ছাত্রছাত্রীরা ও স্থানীয় মানুষ অংশ নেন।

    এদিনের কর্মসূচিতে ছিলেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তাহের আহমেদ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাকির হোসেন, অঞ্চল সভাপতি শাহজাহান সিরাজ, টিএমসিপি ব্লক সভাপতি চান আলি প্রমুখ। সংগঠনের অঞ্চল সভাপতি একরামুল হক বলেন, আমরা এই ছাত্র সমাবেশকে সফল করতে দিনরাত পরিশ্রম করছি। চোপড়া থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর অংশগ্রহণ নিশ্চিত করে প্রমাণ করব, ছাত্র সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। সংগঠনের ব্লক সভাপতি চান আলি জানান, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে চোপড়া থেকে রেকর্ড পরিমাণ ছাত্র-যুব অংশ নেবে। তারই জোর প্রস্তুতি চলছে চোপড়া ব্লকজুড়ে।
  • Link to this news (বর্তমান)