মঙ্গল ঘোষ, মালদহ: শুক্রবার রাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ইংলিশবাজার শহরের পবিত্র সেন গ্যালারি কাম শপিংমল কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে পাথরের দক্ষিণা কালীমূর্তি উন্মোচন করা হয়। আড়াই হাতের মূর্তিটি উন্মোচন করেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। ব্যবসায়ী সমিতির উদ্যোগে এদিন শতাধিক দুঃস্থকে বস্ত্র বিতরণ করা হয়েছে।
ইংলিশবাজার সদরে পবিত্র সেন গ্যালারি। কয়েক দশক আগে ব্যবসায়ী সংগঠনটির প্রতিষ্ঠা হয়। তবে ২০১০ সাল থেকে তারা কৌশিকী অমাবস্যায় মাটির মূর্তি বানিয়ে পুজো করে। সময়ের সঙ্গে সঙ্গে পুজোর আয়োজন বাড়ে। কর্মকর্তাদের ইচ্ছে ছিল, মায়ের পাথরের মূর্তি বসানো হবে। এদিন সেই আশা পূর্ণ হয়েছে। জেলার শিল্পী কমলেশ ঘোষ ওই পাথরের মূর্তি বানিয়েছেন।
ব্যবসায়ী সমিতি সংগঠনের সম্পাদক কৌশিক ঘোষ, সভাপতি হরেন্দ্রনাথ চৌধুরী। সদস্য হিসাবে রয়েছেন উদয় নন্দী, রবিশঙ্কর রায়, কার্তিক ঘোষ, জিতু ঘোষ সহ অন্যরা। কৌশিক বলেন, আমাদের এবারের পুজোর ১৫ তম বর্ষ। প্রতিবছর এই অমাবস্যায় মাটির মূর্তিতে বার্ষিক পুজো ঘটা করে হতো। এবার পাথরের মূর্তিতে পুজো হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি মূর্তি উন্মোচন করেন। সমিতির সদস্যরা সমাজসেবার কাজও করছেন। এদিন বস্ত্র বিলি করেন তাঁরা। ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়েছে। - নিজস্ব চিত্র