সাইবার প্রতারককে মেখলিগঞ্জে এসে ধরল তামিলনাড়ুর পুলিস
বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
সংবাদদাতা, মেখলিগঞ্জ: মেখলিগঞ্জে সাইবার প্রতারকের হদিশ মিলল। বৃহস্পতিবার রাতে তামিলনাড়ু স্টেট সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেন্টারের একটি বিশেষ দল মেখলিগঞ্জ থানার সহযোগিতায় চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শাহজাদা হোসেন ওরফে সাগর নামে এক যুবককে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অনলাইন গেমিংয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। চার দিনের মধ্যে প্রায় ১০ লক্ষ টাকার লেনদেন হয়েছে শাহজাদার অ্যাকাউন্টে। এই ঘটনায় তামিলনাড়ুর একটি মামলার সঙ্গে যোগ পাওয়া যায় তার নাম। মামলায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা সহ ইনফরমেশন টেকনোলজি আইনের দু’টি ধারা প্রয়োগ করা হয়েছে।
তামিলনাড়ু পুলিসের আধিকারিক এস মালতির নেতৃত্বাধীন দল শুক্রবার সকালে শাহজাদাকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে পেশ করে। বিচারপতি নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায় চার দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। এরপর অভিযুক্তকে তামিলনাড়ুর আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিস।
এ প্রসঙ্গে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, একাধিক মামলায় শাহজাদা হোসেনের নাম রয়েছে। তামিলনাড়ুর তদন্তকারী দল তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাচ্ছে। অভিযুক্ত যুবককে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে শুধু বলে, আমি কিছু জানি না।