• বেদরাবাদে তৃণমূল-বিজেপি সমর্থকদের সংঘর্ষে জখম ৬
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াচক: কালিয়াচকের বেদরাবাদে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে পুরনো বিবাদকে কেন্দ্র করে বচসা। সেই ঘটনা গড়াল মারপিট পর্যন্ত। শুক্রবারের এই ঘটনায় দু’পক্ষের ছ’জন জখম হয়েছেন। পুলিস ঘটনায় জড়িত সন্দেহে দু’পক্ষের দু’জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য মালা রায়ের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিজেপির শ্যামল কর্মকারের গণ্ডগোল ছিল। আগেও দু’পক্ষের মধ্যে একাধিকবার বিবাদ হয়েছে। অভিযোগ, এদিন দুপুরে ফের‌ দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। সেসময় শ্যামলকে মারধর করেন মালার দেওর বাপী। পরবর্তীতে শ্যামলের বাড়িতে দলবল নিয়ে চড়াও হন বাপী। শ্যামল সহ তাঁর পরিবারের লোকেদের মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে যান বাপীর স্ত্রী সুষমা রায়। তখন তাঁর হাতে শ্যামল হাঁসুয়ার কোপ মারেন বলে অভিযোগ। সুষমাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি শ্যামলের স্ত্রী ও মেয়ের মাথাতেও আঘাত লেগেছে। তাঁরাও মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 

    বাপী বলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেই সময় আমাকে দেখে গালাগালি করেন শ্যামলরা। প্রতিবাদ করতেই চড়াও হন শ্যামল ও তাঁর দলবল। তৃণমূল করি বলেই তাঁর রাগ রয়েছে। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত কেটে নেওয়ার চেষ্টা করেছে শ্যামল। 

    থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘটনাটি অস্বীকার করেছেন শ্যামল। তিনি বলেন, আমরা বরাবরই বিজেপির সমর্থক। বাপীর বউদি ভোটে জেতার পর থেকেই আমাদের উপর আক্রোশ রয়েছে। তাই আমাদের দেখে গালাগালি করেন তাঁরা। এদিনও গালাগালি করেছিলেন। প্রতিবাদ করতেই আমার ওপরে চড়াও হন বাপী। পরবর্তীতে ফোন করে আরও লোক ডেকে আক্রমণ করেন।

    পুলিস জানিয়েছে, ঘটনায় দু’পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে। আপাতত দু’জনকে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)