দেশে বাংলার কৃষকরাই আলুর সবচেয়ে বেশি দাম পাচ্ছেন, দাবি বেচারামের
বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দেশের মধ্যে বাংলার কৃষকরাই আলুর সবচেয়ে বেশি দাম পাচ্ছেন। শুক্রবার এমনটাই দাবি করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, পাঞ্জাবে পাইকারি বাজারে ৮০০ টাকা কুইন্টাল দরে আলু বিক্রি হচ্ছে। সেখানে বাংলায় কুইন্টাল প্রতি কৃষকরা আলু বিক্রি করছেন ১০৮০-১৩৪০ টাকায়।
মন্ত্রীর দাবি, যোগীরাজ্য উত্তরপ্রদেশে কৃষকরা পাইকারি বাজারে আলু বিক্রি করে কুইন্টাল পিছু সাড়ে ৮০০ টাকার বেশি পাচ্ছেন না। বিহারে সর্বোচ্চ ১৩০০ টাকা কুইন্টাল দরে আলু বিক্রি হচ্ছে। সেখানে বাংলার আলুচাষিরা অনেকটাই বেশি দাম পাচ্ছেন। শুধু যে বাংলার কৃষকরা দেশের মধ্যে আলুর দাম সবচেয়ে বেশি পাচ্ছেন তা নয়, অন্য রাজ্যের তুলনায় বাংলায় খুচরো বাজারে আলুর দাম সবচেয়ে কম বলেও দাবি মন্ত্রীর।
এখনও পর্যন্ত রাজ্যের নিরিখে হিমঘর থেকে প্রায় ৪১ শতাংশ আলু বেরিয়েছে, যা গতবারের তুলনায় বেশি বলে দাবি কৃষি বিপণন মন্ত্রীর। বিশ্বকর্মা পুজোর আগে হিমঘর থেকে ৫৫ শতাংশ আলু বেরিয়ে যাবে বলে আশা তাঁর।
কৃষি বিপণন দপ্তর সূত্রে খবর, রাজ্যে আলু সংরক্ষণে মোট ৫১৯ টি হিমঘর রয়েছে। তাতে এবার ৭ কোটি ৮ লক্ষ ৫৪ হাজার ৭৬৭ কুইন্টাল আলু মজুত করা হয়। ইতিমধ্যে সাড়ে চার কোটি কুইন্টাল আলু বেরিয়ে গিয়েছে। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আলু চাষ হওয়া জেলা জলপাইগুড়িতে হিমঘরের সংখ্যা ২৮টি। চলতি বছর সেগুলিতে ৪৪ লক্ষ ৪৫ হাজার ৫৫৯ কুইন্টাল আলু মজুত করা হয়। এখনও পর্যন্ত ৩২ শতাংশ আলু বেরিয়েছে বলে দাবি জলপাইগুড়ির সহকারী কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিতের। জলপাইগুড়িতে হিমঘরের গেটে কুইন্টাল প্রতি আলু বিক্রি হচ্ছে ৯৮০-১০২০ টাকায়। পাইকারি বাজারে যার দাম গিয়ে দাঁড়াচ্ছে ১০৮০-১১২০ টাকা।
কৃষি বিপণন দপ্তর সূত্রে খবর, চলতি বছর বাংলায় ১৪২ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। পাঞ্জাবে আলুর ফলন হয়েছে ৩৩ লক্ষ, উত্তরপ্রদেশে ২ কোটি ৩ লক্ষ এবং বিহারে ৮৯ লক্ষ মেট্রিক টন।