সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগর শহরের ২৫নম্বর ওয়ার্ডের মানিকপাড়া শহরের বাকি অংশের তুলনায় একটু নিচু। সেখানকার টাওয়ার মাঠ ও নিউ রক্তজবা ক্লাব লাগোয়া এলাকার রাস্তা বছরের বেশিরভাগ সময়ই জলমগ্ন থাকে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। প্রায় সারা বছর জল থাকে। আর বর্ষার সময় তো অনেক বাড়িতে জল ঢুকে যায়। তখন রোজ নিত্যযাত্রী ও স্কুলপড়ুয়াদের নোংরা জল ভেঙে যাতায়াত করতে হয়।
এই নিচু জায়গায় নিকাশি ব্যবস্থাও নেই। ফলে সামান্য বৃষ্টিতে জল জমে যায়। দীর্ঘদিন সেই জল এলাকায় জমে থাকে। আবার বৃষ্টি হলে জল আরও বেড়ে যায়। ফলে জমে থাকা জল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকায় মশা-মাছি সহ নানা পতঙ্গের উৎপাত বাড়ছে। ফলে এলাকার বাসিন্দারা ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানোর আশঙ্কায় রয়েছেন। স্থানীয় অনেকেই জ্বরে ভুগছেন।
২৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পলাশ দাস বলেন, মানিকপাড়া টাওয়ার মাঠ লাগোয়া এলাকা অনেক নীচু। সেখানকার সমস্যা সমাধানে মাস্টার প্ল্যান দরকার। তারপর নিকাশি ব্যবস্থা ঠিক করা যাবে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর একই সমস্যা দেখা গেলেও প্রশাসন বা পুরসভা স্থায়ী সমাধানের বিষয়ে উদ্যোগী হয় না। কাউন্সিলারকে জানিয়ে কোনও লাভ হয়নি। ফলে প্রতিদিনই তাঁদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অনেকসময়ই সাইকেল চালক ও পথচারীরা এই পথে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছেন। কোনও টোটো চালক এই জলমগ্ন রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যেতে চান না। সেজন্য স্থানীয়রা এখানে সুষ্ঠু নিকাশি ব্যবস্থার দাবি তুলেছেন।
মানিকপাড়ার বাসিন্দা কার্তিক মণ্ডল বলেন, আমরা যেন সারাবছর জলাভূমির মধ্যে থাকি। অল্প বৃষ্টিতেই বাড়ির সামনের রাস্তা পুকুরের চেহারা নেয়। ভোটের সময় অনেক আশ্বাস পেলেও পরে আর কাজ হয় না। অপর বাসিন্দা কাকলী দেবী বলেন, বেশিরভাগ সময় জলকাদার মধ্যে থাকায় অসুখ-বিসুখ বাড়ছে। বাচ্চারা বাইরে গিয়ে আর খেলাধুলো করতে পারে না। নোংরা জলে মশার উৎপাতও বাড়ছে। কবে এলাকায় জল জমে থাকার সমস্যা থেকে মুক্তি মিলবে-সেদিকেই তাকিয়ে স্থানীয়রা। • নিজস্ব চিত্র