ধানবোঝাই লরি পুকুরে উল্টে কাঁথিতে মৃত দুই, নিখোঁজ ১
বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
সংবাদদাতা, কাঁথি: শুক্রবার কাঁথির সাবাজপুটে ধানের বস্তাবোঝাই ১০চাকার লরি পুকুরে উল্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে সাবাজপুটের বাগডিহার কাছে ছত্রধরা-সাবাজপুট গ্রামীণ রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় চালক সহ পাঁচজন জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, মৃতদের নাম শুকদেব পাত্র(২৫) ও দেবাশিস শীট(২৮)। নিখোঁজ যুবকের নাম গৌতম শীট। ওই লরিতে চালক সহ মোট আটজন ছিলেন। জখম পাঁচজনের কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। মৃত ও জখমদের সবার বাড়ি রামনগর থানার সটিলাপুর গ্রামে। দুর্ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেন, দু’জনের মৃত্যু হয়েছে। একজন রাত পর্যন্ত নিখোঁজ। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা আমরা জানার চেষ্টা করছি।
সটিলাপুরের কয়েকজন ধানের ব্যবসা করেন। সেখানকার অনেকেই লরিতে ধান লোডিং-আনলোডিংয়ের কাজ করেন। এদিন সাবাজপুট হাইস্কুলের কাছে গোডাউনে লরিটিতে ধানের বস্তা বোঝাই করা হয়। সেখান থেকে সটিলাপুরের উদ্দেশে লরিটি রওনা দেয়। ছত্রধরার কাছে দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ওঠার কথা ছিল। কিন্তু, বাগডিহার কাছে মোড় ঘোরার সময় লরিটি একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সূত্রের খবর, লরিটি ওভারলোডেড ছিল। ফলে রাস্তার পাশে নরম মাটি ধসে সেটি সোজা পুকুরে নেমে উল্টে যায়। শ্রমিকরা লরিবোঝাই ধানের বস্তার উপর বসেই যাচ্ছিলেন। তাঁরা পুকুরে পড়লে ধানের বস্তাগুলি তাঁদের উপরই পড়ে। তার জেরে পুকুরের জলে শ্বাসরুদ্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। পুলিস ও দমকল বাহিনীও তাড়াতাড়ি চলে আসে। দু’জনের মৃতদেহ উদ্ধার হলেও একজনের খোঁজ মেলেনি। বাকি জখমদের হাতপাতালে পাঠানো হয়। শুক্রবার রাত পর্যন্ত উদ্ধারের কাজ চলছে। বিশাল পুলিসবাহিনী, দমকলের দু’টি ইঞ্জিন সেখানে রয়েছে। বস্তাগুলি সরানোর পাশাপাশি ক্রেন দিয়ে লরিটি তোলার চেষ্টা চলছে। কিন্তু, রাত সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজ যুবকের হদিশ মেলেনি। সেই জন্য পুকুর সেচে ফেলার কাজ চলছে।
সাবাজপুট পঞ্চায়েতের প্রধান রামগোবিন্দ দাস বলেন, খবর পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিসকে বিষয়টি জানাই। জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র বলেন, মর্মান্তিক ঘটনা। আমরা মৃত যুবকদের পরিবারকে সমবেদনা জানিয়েছি।-নিজস্ব চিত্র