নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কাজাখস্তানে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে দেশের নাম উজ্জ্বল করল আসানসোলের ছেলে অভিনব সাউ। চার বছর অন্তর হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দু’টি স্বর্ণপদক জিতেছে ১৭ বছরের অভিনব। ১০ মিটার এয়ার রাইফেল মেনস জুনিয়র(ইন্ডিভিজুয়াল) বিভাগে স্বর্ণপদক পেয়েছে সে। এছাড়াও ১০ মিটার এয়ার রাইফেল মেনস জুনিয়র(টিম) বিভাগে স্বর্ণপদক পেয়েছে ভারতীয় দল। সেই দলের সদস্য ছিল অভিনব। দু’টি স্বর্ণপদক পাওয়া বাংলার এই শ্যুটারকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিনব এবছরই একটি বেসরকারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। পরবর্তীকালে সে অমৃতসর থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে চলেছে।