• দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই যুবকের ১২ বছর কারাদণ্ড
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: দুই কিশোরীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের ঘটনায় নন্দীগ্রামের দুই যুবককে ১২ বছরের কারাদণ্ড দিল হলদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। শুক্রবার ওই সাজা ঘোষণা করেন বিচারক সত্যজিৎ মাইতি। সাজাপ্রাপ্তদের নাম শেখ সেলিম ও শেখ রাজু। তাদের বাড়ি নন্দীগ্রাম থানার গদাইবলবাড় গ্রামে। 

    প্রসঙ্গত, ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি নন্দীগ্রামের কেন্দামারিতে গঙ্গা মেলা দেখতে গিয়েছিল দুই কিশোরী। সেখান থেকে তাদের অপহরণ করে সাজাপ্রাপ্ত দুই যুবক কলকাতার রবীন্দ্রনগর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে রেখে লাগাতার তাদের ধর্ষণ করা হতো। অপহরণের ১০ দিন পর ৫ মার্চ একজন কিশোরী বাইরে বেরিয়ে একটি টেলিফোন বুথ থেকে বাড়িতে ফোন করে গোটা ঘটনা জানায়। তারপরই নন্দীগ্রাম থানার পুলিস বুথের ফোন নম্বরের সূত্র ধরে রবীন্দ্রনগরে পৌঁছে দুই কিশোরীকে উদ্ধার করে। সেইসঙ্গে ওই ঘটনায় জড়িত দুই যুবককেও গ্রেপ্তার করা হয়। 

    ঘটনার ১৭ বছর পর শুক্রবার সেই মামলায় সাজা ঘোষণা করল আদালত। মামলার সরকারি আইনজীবী সোমনাথ ভুঁইয়া বলেন, মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। গত ২১ আগস্ট দু’জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শুক্রবার সাজা ঘোষণা হল। দু’জনের ১২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ’মাস জেলের নির্দেশ দিয়েছেন বিচারক। এতদিন ধৃতরা জামিনে মুক্ত ছিল। বারবার সমন জারি সত্ত্বেও তারা আদালতে হাজির হয়নি। সেজন্য তাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছিল। সেজন্যই এই মামলার বিচার শেষ হতে এত বছর সময় লাগল।
  • Link to this news (বর্তমান)