নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্ণশ্রীতে বাড়িতে ঢেকে গৃহবধূকে জোর করে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। ধৃতের নাম সুমন সরকার।
প্রাথমিক তদন্তে পর্ণশ্রী থানার পুলিস জানতে পেরেছে, বছর দুয়েক আগে ফার্নিচার কেনার সূত্রে ওই ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়েছিল মহিলার। পর্ণশ্রী থানার পুলিসের কাছে লিখিত অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, ‘২০ আগস্ট বিকেল তিনটে নাগাদ তিনি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে জেমস লঙ সরণিতে ভলিবল গ্রাউন্ডের কাছে গিয়েছিলেন। এরপর ব্যবসায়ীর আমন্ত্রণে তিনি জেমস লঙ সরণিতে তাঁর বাড়িতে যান। মহিলার অভিযোগ, সেখানে যাওয়ার পর তাঁকে জোর করে মাদক খাওয়ানো হয়। এতে তিনি অচৈতন্য হয়ে পড়লে, ব্যবসায়ী তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী তাঁর অসহায়তার সুযোগ নিয়ে মোবাইলে অশালীন ছবি তুলে রাখা হয়।’ জ্ঞান ফেরার পর মহিলা বাড়ি ফিরে আসেন। মহিলার দাবি, বাড়ি আসার পর অভিযুক্ত ব্যবসায়ী তাঁর মোবাইলে ছবি পাঠিয়ে হুমকি দেন, ধর্ষণের বিষয়ে পুলিসকে অভিযোগ জানালে তাঁর গোপন সব ছবি সোশ্যাল মিডিয়াতে ‘ভাইরাল’ করে দেওয়া হবে। যদিও এই হুমকি অগ্রাহ্য করে, ২১ আগস্ট পর্ণশ্রী থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তদন্তে নেমে পর্ণশ্রী থানার পুলিস অভিযুক্ত ফার্নিচার ব্যবসায়ী সুমন সরকারকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি, পুলিস ব্যবসায়ীর মোবাইল, বাইকটি বাজেয়াপ্ত করেছে। ধৃতকে শুক্রবার দুপুরে আলিপুর আদালতে হাজির করানো হলে আদালত, তাকে পুলিস হেফাজতে পাঠিয়েছে।
এদিকে, কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, নির্যাতিতা মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি
অনুমতি না দেওয়ায় তা করা সম্ভব হয়নি। কলকাতা পুলিসের ডিসি (সাউথ ওয়েস্ট) রাহুল দে জানাচ্ছেন, ‘শুক্রবার নির্যাতিতা পুলিসকে একটি মেইল করে অভিযোগ প্রত্যাহার করতে চেয়েছেন।’