নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরশুনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম মিঠু বাগদি (৩৮)। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকাল পৌনে দশটা নাগাদ সরশুনা থানার ৩৫/সি যাদব ঘোষ রোডের বাড়ি থেকে অগ্নিদদ্ধ ও সংজ্ঞাহীন অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে পুলিস। তড়িঘড়ি তাঁকে স্থানীয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, কোনওভাবে অগ্নিদদ্ধ হয়েই মৃত্যু হয়েছে অসুস্থ ওই মহিলার। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে সরশুনা থানার পুলিস। আগুন লাগার কারণ জানতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে।