• সাড়ে ৪ মাসেই মামলার নিষ্পত্তি, ২ অস্ত্র পাচারকারীর চার বছর কারাদণ্ড
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালদহ থেকে কলকাতায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাচার করতে এসে মার্চ মাসে এসটিএফের হাতে ধরা পড়েছিল দুই অস্ত্র পাচারকারী। ধৃতদের নাম মোবারক হোসেন ও আব্রাহাম শেখ। জেল হেফাজতে থাকা ওই দুই অভিযুক্তকে শুক্রবার দোষী সাব্যস্ত করে চার বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল ব্যাঙ্কশাল আদালত। এদিন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) অতনু মণ্ডল এই সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাস হাজতবাসের নির্দেশ দেন। এই মামলার দুই সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় ও রাধানাথ রং বলেন, মাত্র সাড়ে চার মাসের মাথায় এই মামলার নিষ্পত্তি হল। সাক্ষী ছিলেন মোট ন’জন। অভিযুক্তরা বারংবার জামিনের আর্জি জানালেও তা খারিজ করে দেয় আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২৮ মার্চ মালদহের কালিয়াচক থেকে ওই দুই অভিযুক্ত প্রগতি ময়দান থানা এলাকায় অস্ত্র পাচার করতে আসে। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অফিসাররা তাদের গ্রেপ্তার করেন। তাদের হেফাজত থেকে পুলিস উদ্ধার করে তিনটি অত্যাধুনিক পিস্তল ও চারটি ম্যাগাজিন। পুলিস তদন্তে নেমে জানতে পারে, অপরাধীরা লেদ কারখানার আড়ালে এই সমস্ত অস্ত্র তৈরি করে।
  • Link to this news (বর্তমান)