• মনোজিতের বিরুদ্ধে চার্জশিট জমা পুলিসের
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালিগঞ্জে রাস্তায় ফেলে এক ছাত্রকে মারধরের ঘটনায় অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট জমা দিল লালবাজার। শুক্রবারই ওই জমা পড়েছে। গণধর্ষণের মামলায় মনোজিৎ বর্তমানে জেলবন্দি। দু’-একদিনের মধ্যে এই মামলাতেও চার্জশিট জমা হতে চলেছে বলে খবর। সেখানে মনোজিতকেই মূল অভিযুক্ত হিসেবে দেখানো হচ্ছে। চার্জশিটে নাম থাকছে তার দুই সহযোগী প্রমিত, জইব ও কলেজের নিরাপত্তারক্ষীর।

    দক্ষিণ কলকাতা আইন কলেজের ভিতর গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনোজিৎ মিশ্র গ্রেপ্তারের পর তার একের পর এক কীর্তি সামনে আসতে শুরু করেছে। ২০২৪ সালে টালিগঞ্জ থানার সামনে এক ছাত্রকে রাস্তায় ফেলে বেধড়ক মেরেছে মনোজিৎ ও তার শাগরেদরা। সেই ভিডিও ভাইরাল হয়। তার বিরুদ্ধে ওই সময় টালিগঞ্জ থানায় কেস রুজু হয়েছিল। গণধর্ষণের ঘটনার পর এই মামলা নিয়ে আলাদা করে তদন্ত শুরু করে লালবাজার। এ নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় অভিযুক্তকে। জেরার মুখে অভিযোগ স্বীকার করে সে। এরপরই এই মামলায় মনোজিতকে মূল অভিযুক্ত দেখিয়ে শুক্রবার চার্জশিট জমা দিল লালবাজার। চার্জশিটে বলা হয়েছে, মনোজিতের নেতৃত্বে ওই হামলা চালানো হয়। তার সঙ্গে অন্যরা মারধর করে ওই ছাত্রকে।
  • Link to this news (বর্তমান)