• বন্ধ কারখানা ভাঙার কাজকে ঘিরে উত্তেজনা
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: খড়দহে ভাঙা হচ্ছিল বন্ধ কারখানা। সেখানে কি নতুন কারখানা হবে, নাকি তৈরি হবে আবাসন— তা নিয়ে শহরজুড়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত খড়দহ পুরসভার কাউন্সিলাররা গিয়ে ওই কাজ বন্ধ করে দেন। খড়দহ থানার পুলিস কারখানা ভাঙার জন্য যাওয়া কর্মীদের আটক করে থানায় নিয়ে আসে। পরে তাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, শিল্পের জমিতে শিল্পই হবে। তৃণমূল সরকারের এটাই নীতি।

    খড়দহ পুরসভার বি টি রোড লাগোয়া এম এস মুখার্জি রোডে বহু বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা একটি কারখানা বৃহস্পতিবার ভাঙার কাজ শুরু হয়। খবর পেয়ে খড়দহ পুরসভার কয়েকজন কাউন্সিলার সেখানে হাজির হন। তাঁরা জানতে পারেন, পুরসভার অনুমতি না নিয়েই ওই বন্ধ কারখানা ভাঙা হচ্ছিল। তাঁরা ওই কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিস। তারা ভাঙার কাজ বন্ধ করার নির্দেশ দেয়। চারজনকে পুলিস আটক করে নিয়ে যায়। পরে তাঁদের সতর্ক করে ছেড়ে দেয়। কাউন্সিলারদের দাবি, সেখানে বহুতল তৈরির পরিকল্পনা ছিল। বন্ধ কারখানা ভাঙার কাজ দেখভাল করা এক কর্মী জানিয়েছেন, তাঁরা শুধু ভাঙার কাজ করছিলেন। সেখানে কী তৈরি হবে, তা তাঁরা জানেন না। তাঁরা এই কাজের ওয়ার্ক অর্ডার সহ অন্যান্য কাগজপত্র খড়দহ পুরসভায় জমা করেন। পুরসভার ভাইস চেয়ারম্যান সায়ন মজুমদার বলেন, শিল্পের জমিতে শিল্পই হবে, এটা আমাদের সরকারের ঘোষিত নীতি। বন্ধ থাকা ব্যান্ডেজ কারখানার জমি যাঁরা  নিয়েছেন, তাঁরা কারখানা ভাঙার জন্য পুরসভায় আবেদন করেছিলেন। কিন্তু পুর আইন অনুযায়ী, সেই এক্তিয়ার আমাদের না থাকায়, আমরা অনুমতি দিইনি। তা সত্ত্বেও কীভাবে, কার নির্দেশে ভাঙার কাজ চলছিল, তা খতিয়ে দেখছে পুলিস প্রশাসন।
  • Link to this news (বর্তমান)