বনগাঁয় দুঃসাহসিক চুরি, গয়না ও ৬০ হাজার টাকা হাতিয়ে চম্পট দুষ্কৃতীদের
বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে আটটি তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বনগাঁ থানার মাধবপুরে। অবসরপ্রাপ্ত শিক্ষিকার বাড়ি থেকে নগদ প্রায় ৬০ হাজার টাকা ও আট লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বিষয়টি জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ করেন ওই শিক্ষিকা। পুলিস ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, মাধবপুরের ওই বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা গীতারানি মণ্ডল একাই থাকেন। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। স্বামী মারা গিয়েছেন বহু বছর আগে। দিন সাতেক আগে বনগাঁর মতিগঞ্জ এলাকায় এক মেয়ের বাড়িতে যান তিনি। শরীর খারাপ হওয়ায় সেখানেই কিছুদিন থেকে যান। শুক্রবার শিলিগুড়ি থেকে ছোট মেয়ে আসেন। বনগাঁ থেকে দু’জনে একসঙ্গে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন, গ্রিলের দরজার একাধিক তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরে ঢুকে চক্ষু চড়কগাছ তাঁদের। একাধিক ঘরের তালা ভাঙা। গোটা ঘর লণ্ডভণ্ড। গীতাদেবী জানান, মোট আটটি তালা ভেঙে ঘরে ঢুকেছে দুষ্কৃতীরা। একাধিক আলমারিও ভেঙেছে। সারা ঘরে বিভিন্ন কাগজপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে ছিল। তাঁর কথায়, দিন সাতেক মেয়ের বাড়িতে ছিলাম। সেই সময় বাড়ি ফাঁকাই ছিল। প্রায় ৬০ হাজার টাকা ও আট লক্ষ টাকার গয়না এবং কিছু দামি জিনিস নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। নিজস্ব চিত্র